হোম > সারা দেশ > ফরিদপুর

বালিয়াকান্দিতে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামে এনামুল শেখের বাড়িতে ডাকাতির ঘটনায় মামলার আসামি রুহুল শেখ জীবন (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। জীবন ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্ধারদিয়া গ্রামের বাসিন্দা। 

গত ২৮ ফেব্রুয়ারি রাতে বালিয়াকান্দি থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে এসআই টিটুল সঙ্গীয় ফোর্স আসামিকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। আসামিকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জীবন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং লুণ্ঠিত ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। 

উল্লেখ্য গত ১০ তারিখ বৃহস্পতিবার গভীর রাত ২টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামে সশস্ত্র ডাকাতেরা গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে ঘরে থাকা লোকদের হাত-পা ও মুখ বেঁধে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা ও একটি ল্যাপটপ লুণ্ঠন করে নিয়ে যায়।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব