হোম > সারা দেশ > মাদারীপুর

ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি

ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে মাদারীপুর সদর উপজেলার মধ্য পেয়ারপুর এলাকায় ওয়াহিদ তালুকদার (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটেছে ঘটেছে। গতকাল সোমবার ওয়াহিদ তালুকদারের ওপর হামলা চালানো হয়। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত তিন দিন আগে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে উপজেলার মধ্য পেয়ারপুর এলাকার ওয়াহিদ তালুকদারের ভাতিজা রিয়াদ তালুকদারের সঙ্গে একই এলাকার আকবর তালুকদারের ছেলে সাব্বিরের মারামারি হয়।

এর জেরে গতকাল সোমবার রাত ১১টার দিকে সাব্বির ও তার লোকজন ওয়াহিদ তালুকদারের ওপর হামলা করে। এ সময় ওয়াহিদ তালুকদারকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা ওয়াহিদকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর থেকেই হামলাকারীরা পলাতক রয়েছে। 

নিহতের মা সাজেদা বেগম বলেন, ‘আমার ছেলেকে যারা হত্যার করেছে তাদের কঠোর শাস্তির দাবি করছি। এমন শান্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কেউ মানুষ হত্যা করার সাহস না পায়। আমার ছেলের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে। তাদের কীভাবে লালন-পালন করব, তা নিয়ে আমরা খুবই চিন্তিত।’ 

নিহতের মেয়ে স্বর্ণা আক্তার বলেন, ‘আমার বাবাকে সাব্বির, আকবর, মজিবর, সোমরাজ, শাওন, লিয়নরা মিলে পিটিয়ে হত্যা করেছে। আমি তাদের ফাঁসি চাই।’ 
 
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘মারা যাওয়ার কথা শুনেই হামলাকারী সাব্বিরসহ অন্যরা পালিয়ে গেছে। আমরা নিরীহ মানুষ এখন ভয়ে আছি। কখন আমাদের বাড়ি-ঘরে হামলা হয়, সেই চিন্তায় আছি।’ 

মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, ‘নিহতের ঘটনা শোনার পরই আমরা এলাকায় গিয়েছি। হত্যার সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম আমরা পেয়েছি। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে নিহতের পরিবার এখনো মামলা করেনি।’  

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ