হোম > সারা দেশ > ঢাকা

গলার চেইন টান দিয়ে পালাচ্ছিল ছিনতাইকারী, ধরে ফেলল র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কমলাপুর থেকে রিকশায় করে বাসায় ফেরার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন এক দম্পতি। হঠাৎ পেছন থেকে কেউ একজন রিকশায় থাকা নারীর গলার চেইন টান দিয়ে দৌড় দেয়। ছিনতাইকারীর পেছনে ছোটেন নারীর স্বামী। বিষয়টি দেখেন র‍্যাব-৩ এর টহল দলের এক সদস্য। তিনিও ছোটেন ছিনতাইকারীর পেছনে। অনেকটা দৌড়ে ধরে ফেলেন ছিনতাইকারীকে। স্বর্ণের চেইনসহ হাতেনাতে আটক করা হয় ছিনতাইকারীকে। আটক ছিনতাইকারীর নাম মো. আরিফ হোসেন। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। 

আরিফ মহিউদ্দিন বলেন, মিতুল রায় ও রনি নামের এক দম্পতি তার কমলাপুর এলাকা থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ এক ছিনতাইকারী ওই নারীর গলা থেকে টান দিয়ে স্বর্ণের চেইন ছিনতাই করে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় টহলরত র‍্যাবের একজন সাহসী সদস্য এ ঘটনা দেখে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে থাকে। কিছু দূর যাওয়ার পরই ছিনতাইকারীকে ধরে ফেলেন তিনি। পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চেইন ছিনতাইয়ের কথা স্বীকার করে। 

র‍্যাব-৩ এর অধিনায়ক আরও বলেন, আটক ছিনতাইকারী চুরি-ছিনতাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার পর পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ছিনতাইকৃত চেইনটি ভুক্তভোগী নারীকে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

চেইন ফিরে পেয়ে আনন্দিত ভুক্তভোগী নারী মিতুল রায়। তিনি বলেন, ছিনতাইকারীর কাছ থেকে স্বর্ণের চেইন ফিরিয়ে দেওয়ায় র‍্যাবকে ধন্যবাদ। র‍্যাব ছিল বলেই দামি চেইনটি ফিরে পেয়েছি।

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১