হোম > সারা দেশ > ঢাকা

প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সারওয়ার আলমকে আহ্বায়ক করে ১৭ সদস্যের একটি কমিটি করেছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী সাংবাদিক সংগঠনগুলোর প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের নিয়ে এই কমিটি গঠন করে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

কমিটিকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সুপারিশ দিতে বলা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খান, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি মো. শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ইলিয়াস হোসেন, বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার প্রতিষ্ঠাতা আহ্বায়ক শিকদার আবীর মাহমুদ (স্যাম) জাহান, ডিক্যাব ও বিএসআরএফ সদস্য হিসেবে মো. মুস্তাফিজুর রহমান, রিপোর্টার্স উইদাউট বর্ডারস–এর বাংলাদেশ প্রতিনিধি সালিম সামাদ এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ।

তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ভুঁঞা কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

সচিবালয়ে প্রবেশে সাংবাদিকদের সব অ্যাক্রেডিটেশন কার্ডের কার্যকারিতা স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। নিয়মিতভাবে যাঁরা সচিবালয়ের খবর সংগ্রহ করেন, তাঁদের নামের তালিকা সচিবালয়ের গেটে রয়েছে। ওই তালিকা দেখে বর্তমানে দুই শতাধিক সাংবাদিককে সচিবালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে।

তথ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়ন করার পর মিডিয়া হাউসগুলোর কাছ থেকে প্রেস অ্যাক্রেডিটেশন কার্ডের বিষয়ে নতুন করে আবেদন আহ্বান করা হবে। এরপর নতুন করে এই কার্ড দেওয়া হবে।

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত