হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ডুবে যাওয়া ফেরি উদ্ধারে দুর্ঘটনাস্থলে প্রত্যয়, চালক উদ্ধার না হওয়ায় ক্ষোভ

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়ার পদ্মায় ফেরি রজনীগন্ধা ডুবে যাওয়ার তিন দিন পর দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। আজ শুক্রবার বেলা ২টার দিকে প্রত্যয় এসে পাটুরিয়ায় পৌঁছায়। তবে ফেরি উদ্ধার করতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা প্রত্যয় আসার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছেন ডুবে যাওয়া ফেরির ইঞ্জিনচালক হুমায়ুন কবির। এখন পর্যন্ত তাঁর সন্ধান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বজনেরা।

নিখোঁজ হুমায়ুন কবিরের আত্মীয়স্বজন ও ডুবে যাওয়া ফেরিতে থাকা যানবাহনমালিক-শ্রমিকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তৃতীয় দিন দুপুর পর্যন্ত নামকাওয়াস্তে চলেছে উদ্ধার তৎপরতা। গত তিন দিনে দুটি ট্রাকসহ একটিমাত্র কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। তিন দিনে কী অর্জন হলো আমরা বুঝতে পারছি না।’

দুর্ঘটনাস্থলে উপস্থিত নিখোঁজ হুমায়ুন কবিরের ছোট ভাই রফিকুল ইসলাম বলেন, তিন দিন ধরে ভাইয়ের খোঁজে অপেক্ষায় আছি। কখন দেখা মিলবে ভাইয়ের সঙ্গে বলেই হাউমাউ করে কেঁদে ওঠেন তিন।

বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন পাটুরিয়া শাখার সাধারণ সম্পাদক সুমন খান বলেন, ‘নিখোঁজ হুমায়ুন আমার সংগঠনের সভাপতি। তাঁর আত্মীয়স্বজন ঘটনার দিন থেকে এখানে অবস্থান করছেন। তিন দিনেও তাঁর সন্ধান মিলছে না। সন্ধান মিললে তাঁকে গ্রামের বাড়িতে পাঠাতেও সময় লাগবে। এত সময়ে লাশের কী অবস্থা হবে আল্লাহই ভালো জানেন।’

মুজিবল হক নামের এক ব্যবসায়ী বলেন, ‘ফেরিডুবির তিন দিন পার হচ্ছে। ফেরিতে আমার দুটি ট্রাকে ভুট্টা বোঝাই ছিল। পানির নিচে থাকা ভুট্টাগুলো নিশ্চয়ই পচে গেছে। তারপরও হদিস পাচ্ছি না।’

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, ‘আমরা এ পর্যন্ত তিনটি ট্রাক উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি ছয়টি ট্রাক এখনো শনাক্ত করতে পারিনি।’

বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট শাহ পরান ইমন বলেন, ‘নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিসির ডুবুরি দল একসঙ্গে কাজ করছে। নিখোঁজ হুমায়ুন কবিরকে আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি।’

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা বলেন, আজ শুক্রবার সকাল থেকে ফেরির ভেতরে ১০টি এয়ার লিফটিং ব্যাগ ঢোকানো হয়েছে। ব্যাগগুলোতে বাতাস দেওয়া হচ্ছে। তাতে ফেরিটি ধীরে-ধীরে ওপরের দিকে উঠে আসবে।

আরিফ আহমেদ মোস্তফা আরও বলেন, আজ শুক্রবার বেলা ২টার দিকে শক্তিশালী উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পাটুরিয়াঘাটে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছে। সেটি পজিশন নিয়ে ফেরি ওঠানোর কাজে অংশ নেবে।

প্রসঙ্গত, গত বুধবার সকালে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের কাছে ৯টি ট্রাক নিয়ে ইউটিলিটি ফেরি রজনীগন্ধা ডুবে যায়। ২০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন ফেরির ইঞ্জিনচালক হুমায়ুন কবির। ফেরিটি উদ্ধারে কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। এ দুই উদ্ধারজাহাজ তিন দিনে মাত্র তিনটি ট্রাক উদ্ধার করে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির