হোম > সারা দেশ > ঢাকা

পরিসংখ্যান ব্যুরো ক্যাডারদের এক ঘণ্টা কলমবিরতি

আজকের পত্রিকা ডেস্ক­

পরিসংখ্যান ব্যুরো ক্যাডারদের এক ঘণ্টা কলমবিরতি। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের সংগঠন ‘আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর কেন্দ্রীয় নির্দেশনায় এক ঘণ্টা ‘কলমবিরতি’ পালন করেছে বাংলাদেশ পরিসংখ্যান (বিবিএস) ব্যুরোর ক্যাডাররা। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিসিএস (পরিসংখ্যান) ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত সময়ে এই ‘কলমবিরতি’ পালন করা হয়।

সংগঠনের সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে প্রশাসন ক্যাডার বাদে বাকি ২৫টি ক্যাডারের অফিসাররা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদ এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালিত হয়।

কর্মবিরতি পালনের সময় পরিসংখ্যান ক্যাডারের কর্মকর্তারা বলেন, ‘উপসচিব পদ কোনো বিশেষ ক্যাডারের পদ নয়। সিভিল সার্ভিস অ্যাক্ট-১৯৭৫ অনুযায়ী, মেধার ভিত্তিতে সিভিল সার্ভিসের সকল ক্যাডারের কর্মকর্তাকে উপসচিব ও তদূর্ধ্ব পদে নিয়োগের কথা থাকলেও বিভিন্ন অপকৌশল ও অজুহাতে এ সকল পদে নিজেদের জন্য কোটা পদ্ধতি চালু রেখেছে প্রশাসন ক্যাডার এবং ২০১৮ এর নির্বাচনের পর সার্ভিস অ্যাক্ট ১৯৭৫ বাতিল করা হয়েছে।

এ ছাড়া গত ৭ জানুয়ারির নির্বাচনের পর বিনিময় হিসেবে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি এ সকল পদ নিজেদের তফসিলে বাগিয়ে নিয়েছে প্রশাসন ক্যাডার। মূলত অবৈধ নির্বাচন আয়োজন ও বৈধ করনে সহযোগিতার পুরস্কার হিসেবে পদগুলো তারা কুক্ষিগত করে। এরূপ হীন কর্মকাণ্ড বাংলাদেশ সিভিল সার্ভিসকে ভারসাম্যহীন ও অকার্যকর করার মাধ্যমে দেশের এগিয়ে যাওয়ার পথে গভীর ষড়যন্ত্র ও মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টির নামান্তর।

জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০ শতাংশ পরীক্ষার ভিত্তিতে নিয়োগ সুপারিশ করবে বলে জানিয়েছে, যা মৌলিক অধিকার ও জুলাই-বিপ্লবের সঙ্গে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। এ ছাড়া শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস থেকে আলাদা করার সুপারিশের কথাও জানানো হয়েছে, যা উদ্দেশ্যমূলক।

‘আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’-এর সঙ্গে কোনোরকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদে পরিষদ কলমবিরতি ছাড়াও আগামী ২৬ ডিসেম্বর সকাল ১১ থেকে ১২ পর্যন্ত সকল অফিসে সামনে মানববন্ধন করবে। যেসব বিভাগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়নি অতি দ্রুত সেখানে সমাবেশ আয়োজন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি করবে। পাশাপাশি আগামী ৪ জানুয়ারি ঢাকায় ঢাকায় সমাবেশ করা হবে।

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু