হোম > সারা দেশ > ঢাকা

বাচ্চা কোলে নিয়েই ছিনতাই করতেন তাঁরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরের ১০ নম্বর গোল চত্বর এলাকা থেকে অভিনব কায়দায় ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের আল বারাকা হোটেলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন মনিকা (২০), মিম ওরফে সমলা (১৯), সোহাগী (২০) ও রিতু (২৪)। মনিকা ও রিতু কোলে বাচ্চা নিয়ে ঘোরেন, আর মিম ও সোহাগী পথচারী সেজে তাদের আশপাশে থাকেন। 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজ শুক্রবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বাচ্চা কোলে নিয়েই মনিকা ও রিতু টার্গেট নারী পথচারীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। পথচারী তাঁদের আটকানোর চেষ্টা করলে আশপাশ থেকে মিম ও সোহাগী এসে ঝগড়া শুরু করেন। আর এই সুযোগে বাকি দুজন লাপাত্তা হয়ে যান। 

ওসি মহসীন আরও বলেন, মনিকার ১৫ মাস বয়সী এবং রিতুর ৪ বছর বয়সী ছেলে আছে। তাঁরা বাচ্চা কোলে নিয়ে ঘোরেন। এরপর কোনো নারী পথচারী দেখলে তাকে টার্গেট করেন। সুবিধাজনক কোনো স্থানে গিয়ে ওই নারীর মোবাইল ফোন নিয়ে রাস্তা পার হয়ে চলে যান। এর মধ্যে পথচারী চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশে থাকা তাঁদের চক্রের বাকি সদস্যরা পথচারী সেজে এসে ধাক্কা বা অন্য কোনো অজুহাতে ঝগড়া শুরু করেন। এই সুযোগে মনিকা ও রিতু পালিয়ে যান। গতকালও একই কায়দায় ছিনতাই করেন তাঁরা। ঘটনাস্থল থেকেই হাতেনাতে মনিকা, রিতু এবং পথচারী সেজে থাকা তাঁদের চক্রের সদস্য মিম ও সোহাগীকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ছিনতাই চক্রের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির