হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

গরু চোর বলায় ২ যুবলীগ নেতার বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে কেন্দ্রীয় ও উপজেলা যুবলীগের দুই নেতার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। উপজেলার মাইজচর ইউপি চেয়ারম্যানকে গরু চোর বলায় আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলাটি করেন।

মামলা করার বিষয়টি জানিয়ে মাইজচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাবারক মিয়াজী বলেন, ‘এমন বক্তব্যে আমার মানসম্মান ক্ষুণ্ন হয়েছে। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ন্যায়বিচার পাওয়ার আশায় আদালতে মামলা করেছি। আমি তাঁদের শাস্তি চাই।’

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের পারকচুয়া, আয়নারগোপ ও বাহেরবালী এলাকায় পথসভায় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল ও বাজিতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাইকে মাইজচর ইউপি চেয়ারম্যানকে গরু চোর বলেন। তা ছাড়া গরু চুরির অপরাধে তাঁর শাস্তি হয়েছে বলেও বক্তব্য দেন তাঁরা।

মামলার বিবরণে আরও বলা হয়, আসামিরা তবারক মিয়াজীর সুনাম নষ্ট করার উদ্দেশ্যে এলাকার জনগণের সামনে তাঁকে গরু চোর বলেন। অথচ মিয়াজীর বিরুদ্ধে কখনো এমন কোনো মামলা-মোকদ্দমা ছিল না। আসামিরা বক্তব্যে মিয়াজীকে সমাজে হেয়প্রতিপন্ন করেছেন। এই মানহানিকর বক্তব্য সবাই জানতে পেরেছে।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোস্তফা আলম হিমেল বলেন, ‘সুব্রত পাল ও শফিকুল ইসলাম মাইজচর ইউপি চেয়ারম্যান তাবারক মিয়াজীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তাতে তাঁর মানহানি হয়েছে। আদালত বিষয়টি আমলে নিয়ে সুব্রত পাল ও শফিকুল ইসলামকে আগামী ২৭ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন। আমরা ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী।’

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ইউপির প্যানেল চেয়ারম্যান আলী আকবর প্রকাশ্যে মানুষের সামনে চেয়ারম্যান তবারক মিয়াজীকে চোর বলেছেন। এমনকি চেয়ারম্যান হওয়ার আগে গরু চুরির অপরাধে সামাজিক বিচারও হয়েছিল তাবারক মিয়াজীর। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে গরু চোর বলেছি।’

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক