হোম > সারা দেশ > ঢাকা

নারীর মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করে অবরুদ্ধকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে: মহিলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

বর্তমান সময়ে নারীর মানবাধিকার লঙ্ঘন, হেনস্তা ও নারীর প্রতি সহিংসতা ক্রমাগত বাড়ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। তাদের মতে, সমাজের একটি উগ্র নারীবিদ্বেষী গোষ্ঠী নারীর স্বাধীন মতপ্রকাশে বাধা দিয়ে গণসহিংসতা তৈরির অপচেষ্টায় ব্যস্ত। অথচ সরকারের পক্ষ থেকে নারীর সুরক্ষা ও মর্যাদা রক্ষায় এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি।

আজ বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে নারীর প্রতি সহিংসতা, বৈষম্য, নারীর মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা এবং সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফওজিয়া মোসলেম। তিনি বলেন, রাষ্ট্রের নীতি হওয়া উচিত, দুষ্টের দমন করে শিষ্টের প্রতিপালন করা। কিন্তু রাষ্ট্রে নৈরাজ্যকর পরিস্থিতির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি চরমে। নারীর মতপ্রকাশের স্বাধীনতা আজ বাধাগ্রস্ত করে এক অবরুদ্ধকর পরিস্থিতির তৈরি করা হচ্ছে, যা নারীর অগ্রগতিসহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক নয়।

ফওজিয়া মোসলেম দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রদায়িক হামলার কথা উল্লেখ করে বলেন, দেশের সংখ্যালঘুদের নাগরিক হিসেবে সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের সুরক্ষা নিশ্চিতে সব নাগরিককে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, সব পরিবর্তন যে কল্যাণকর নয়, তা আজ নারীসমাজ বুঝতে পারছে। নারীকে জনপরিসরে ক্রমাগত হেনস্তা করা হচ্ছে। নারীর মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা, গণসহিংসতা, বিভিন্ন হয়রানিমূলক ঘটনা ও নারীকে অবরুদ্ধ করতে একটি গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। এগুলো নারীর ক্ষমতায়নের প্রশ্নে রাষ্ট্রীয় ভূমিকার পশ্চাৎপদতাকে তুলে ধরছে। রাষ্ট্রের এই পশ্চাৎপদতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ব্লাস্টের (বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট) প্রতিনিধি ফারজানা আখতার রুমি, এডাবের (অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ) প্রতিনিধি সমাপিকা হালদার প্রমুখ।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক