হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় ‘শত্রুতার’ আগুনে পুড়ল প্রাইভেট কারসহ গ্যারেজ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় আগুনে পুড়েছে একটি প্রাইভেট কারসহ গ্যারেজ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার তরগাঁও গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে তরগাঁওয়ের মো. আমজাদ হোসেনের গ্যারেজে আগুনের ঘটনা ঘটে। তাতে তাঁর ব্যবহৃত সাদা রঙের (ঢাকা মেট্রো-গ-১৭-০১৩১) প্রাইভেট কারসহ গ্যারেজটি পুড়ে যায়।

মো. আমজাদ হোসেন বলেন, ‘রাত ৩টার দিকে আগুনের ঘটনা ঘটে। প্রতিবেশী কয়েকজনের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। তাদের কেউ পরিকল্পিতভাবে কেউ এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে কাপাসিয়া থানায় অভিযোগ করা হবে।’

কাপাসিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘রাত সোয়া ৩টার দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করি। তবে গ্রামের চাপা ও গাছে ঘেরা রাস্তায় গাড়ি নিয়ে সেখানে পৌঁছাতে দেরি হয়। তাতে আমাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি।’

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবির বলেন, ‘একটি প্রাইভেট কারসহ গ্যারেজে আগুন লাগার ঘটনার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ