হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় ‘শত্রুতার’ আগুনে পুড়ল প্রাইভেট কারসহ গ্যারেজ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় আগুনে পুড়েছে একটি প্রাইভেট কারসহ গ্যারেজ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার তরগাঁও গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে তরগাঁওয়ের মো. আমজাদ হোসেনের গ্যারেজে আগুনের ঘটনা ঘটে। তাতে তাঁর ব্যবহৃত সাদা রঙের (ঢাকা মেট্রো-গ-১৭-০১৩১) প্রাইভেট কারসহ গ্যারেজটি পুড়ে যায়।

মো. আমজাদ হোসেন বলেন, ‘রাত ৩টার দিকে আগুনের ঘটনা ঘটে। প্রতিবেশী কয়েকজনের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। তাদের কেউ পরিকল্পিতভাবে কেউ এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে কাপাসিয়া থানায় অভিযোগ করা হবে।’

কাপাসিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘রাত সোয়া ৩টার দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করি। তবে গ্রামের চাপা ও গাছে ঘেরা রাস্তায় গাড়ি নিয়ে সেখানে পৌঁছাতে দেরি হয়। তাতে আমাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি।’

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবির বলেন, ‘একটি প্রাইভেট কারসহ গ্যারেজে আগুন লাগার ঘটনার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব