হোম > সারা দেশ > ঢাকা

২ ঘণ্টা পরপর ঢাকা-১৭ আসনের ভোটের আপডেট দেবে ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-১৭ উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটের সার্বিক পরিস্থিতি প্রতি ২ ঘণ্টা পরপর সাংবাদিকদের জানানো হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। 

সকাল সাড়ে ৯টার দিকে ইসির পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক সাংবাদিকদের বলেন, ‘সকাল ১০টা, দুপুর ১২টা ও বেলা ২টা এবং বিকেল ৪টায় ভোটের আপডেট সাংবাদিকদের জানানো হবে।’

এদিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে গোপনীয়ভাবে সিসি ক্যামেরার মাধ্যমে এই ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ভবনের বেসমেন্ট-২ থেকে সিসি ক্যামেরায় এই নির্বাচনে চোখ রাখছে কমিশনারেরা। সেখানে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিসি ক্যামেরা মনিটরিং রুমে এখন পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, আনিছুর রহমানসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। 

ইসি সূত্রে জানা গেছে, কাজী হাবিবুল আউয়াল কমিশন ঢাকা-১৭ আসনের মাধ্যমে প্রথমবারের মতো ব্যালটে ভোট করছে। এই উপনির্বাচনে ১২৪টি কেন্দ্র ৮৫৩টি সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ছাড়া যশোরের বেনাপোল পৌরসভায় ১২টি কেন্দ্রে ১১৯টি এবং পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ৯টি কেন্দ্রে ৮৬টি সিসি ক্যামেরা স্থাপনা করা হয়েছে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক