শরীয়তপুর প্রতিনিধি
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং এই আইনে গ্রেপ্তার সব সাংবাদিকের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন শরীয়তপুর-ঢাকা মহাসড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে নাগরিকদের বাক্স্বাধীনতা হরণ করা হচ্ছে। দেশের সাংবাদিকদের কণ্ঠ রোধ করে রাখা হচ্ছে। যখন-তখন মামলা দিয়ে মানুষকে হেনস্তা করা হচ্ছে। এই আইন বাতিলের দাবি জানাচ্ছি।’