হোম > সারা দেশ > ঢাকা

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের সার্বভৌমত্বকে আঘাত করার জন্য বিভিন্ন সময়ে উসকানিমূলক তথ্য প্রচারে সর্বদা লিপ্ত থাকেন অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় সম্প্রতি দাখিল করা অভিযোগপত্রে এই অভিযোগ করা হয়েছে।

রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত ৭ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) এসআই মোহাম্মদ রাহাত হোসেন আদালতে দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। 

আজ রোববার ঢাকার সিটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন দপ্তরের রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন ফকির অভিযোগপত্র দাখিলের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

এসআই নিজাম জানান, পিনাকী ভট্টাচার্য পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে অভিযোগপত্রে।

সুনির্দিষ্ট সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় এই মামলার আরেক আসামি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপপ্রেস সচিব মুশফিকুল ফজল আনসারীকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

অভিযোগপত্রে মামলার তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামিরা একে অন্যের পরিচিত এবং তাঁরা দেশের সার্বভৌমত্বকে আঘাত করার প্রয়াসে বিভিন্ন সময়ে উসকানিমূলক তথ্য প্রচারে সর্বদা লিপ্ত থাকে। বর্তমান সময়ে আসামি পিনাকী ভট্টাচার্য তাঁর ফেসবুক পেজ ও আইডিতে বিভিন্ন সময়ে উসকানিমূলক মিথ্যা-ভিত্তিহীন তথ্য গুজব আকারে প্রচার করছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান সময়েও দেশ ও দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে গুজব ও মিথ্যা তথ্য সম্প্রচার করছেন।

অভিযোগপত্রে মফিজুর রহমান আশিক সম্পর্কে বলা হয়েছে, তিনি মোবাইল ফোন ব্যবহার করে ডিজিটাল উপায়ে ভুয়া আইডি দিয়ে পিনাকীকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য পাঠিয়ে থাকেন। দুজনের কর্মকাণ্ডে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

আসামি মো. মফিজুর রহমান আশিক ছবিগুলো প্রচার-প্রচারণার অংশ হিসেবে তার সহযোগী পিনাকী ভট্টাচার্যকে ফেসবুকে প্রেরণ করেন। ওই বিষয় সম্পর্কে উভয়ের মধ্যে ফেসবুক আইডিতে চ্যাটিংয়ের তথ্য পাওয়া গেছে।

২০২২ সালের ১৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় পিনাকী ভট্টাচার্যসহ তিনজনের বিরুদ্ধে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের উপপরিদর্শক এম আব্দুল্লাহিল মারুফ বাদী হয়ে এই মামলা করেন।

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত