হোম > সারা দেশ > ঢাকা

কদমতলীতে যুবককে জবাই করে হত্যা

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কদমতলীর পাটেরবাগ থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মাহবুব (২৫)। 

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মিনাবাগের একটি গলির পাকা রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

নিহত মাহবুবের মামা হাবিবুর রহমান বলেন, মাহবুবের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার জালাকান্দি গ্রামে। তাঁর বাবার নাম হাসান আলী। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে যাত্রাবাড়ীর শনির আখড়া কাজিরগাঁও এলাকায় থাকতেন। 

হাবিবুর রহমান জানান, কুমিল্লার দাউদকান্দিতে ঢালাই কারখানায় কাজ করতেন মাহবুব। গতকাল শুক্রবার দুপুরে বন্ধু জাকিরকে নিয়ে বাসা থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হন। আজ সকালে খবর পান মিনাবাগ এক নম্বর গলির পাকা রাস্তার মাথায় মাহবুবের মরদেহ পড়ে আছে। তাঁরা সেখানে গিয়ে মাহবুবের জবাই করা মরদেহ দেখতে পান। তবে কারা মাহবুবকে হত্যা করেছে, সে বিষয়ে কিছুই জানাতে পারেননি স্বজনেরা। তাঁর বন্ধু জাকিরকে ধরলেই সব তথ্য বেরিয়ে আসবে বলে জানান হাবিবুর রহমান। ঘটনার পর থেকে জাকির পলাতক রয়েছেন। 

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আজাহার হোসেন বলেন, খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মিনাবাগ এক নম্বর গলির পাকা রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ওই যুবককে জবাই করে এবং শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার