হোম > সারা দেশ > ঢাকা

কদমতলীতে যুবককে জবাই করে হত্যা

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কদমতলীর পাটেরবাগ থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মাহবুব (২৫)। 

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মিনাবাগের একটি গলির পাকা রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

নিহত মাহবুবের মামা হাবিবুর রহমান বলেন, মাহবুবের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার জালাকান্দি গ্রামে। তাঁর বাবার নাম হাসান আলী। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে যাত্রাবাড়ীর শনির আখড়া কাজিরগাঁও এলাকায় থাকতেন। 

হাবিবুর রহমান জানান, কুমিল্লার দাউদকান্দিতে ঢালাই কারখানায় কাজ করতেন মাহবুব। গতকাল শুক্রবার দুপুরে বন্ধু জাকিরকে নিয়ে বাসা থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হন। আজ সকালে খবর পান মিনাবাগ এক নম্বর গলির পাকা রাস্তার মাথায় মাহবুবের মরদেহ পড়ে আছে। তাঁরা সেখানে গিয়ে মাহবুবের জবাই করা মরদেহ দেখতে পান। তবে কারা মাহবুবকে হত্যা করেছে, সে বিষয়ে কিছুই জানাতে পারেননি স্বজনেরা। তাঁর বন্ধু জাকিরকে ধরলেই সব তথ্য বেরিয়ে আসবে বলে জানান হাবিবুর রহমান। ঘটনার পর থেকে জাকির পলাতক রয়েছেন। 

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আজাহার হোসেন বলেন, খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মিনাবাগ এক নম্বর গলির পাকা রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ওই যুবককে জবাই করে এবং শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু