হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ব্রি পরিদর্শনে কানাডীয় প্রতিনিধিদল

গাজীপুর প্রতিনিধি

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির একটি প্রতিনিধিদল গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছে। আজ রোববার সকালে দলটি ব্রি পরিদর্শনে যায়। বাংলাদেশে নিযুক্ত কানাডার ভারপ্রাপ্ত হাইকমিশনার ডেবরা বয়সি প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন।

ব্রির সদর দপ্তরে পৌঁছালে ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর প্রতিনিধিদলকে স্বাগত জানান।

পরে ব্রির প্রশিক্ষণ ভবনের সভাকক্ষে প্রতিনিধিদলের সঙ্গে ব্রির জ্যেষ্ঠ বিজ্ঞানী ও কর্মকর্তারা মতবিনিময় কেন। এ সময় সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। সভায় ব্রির অর্জন ও অগ্রগতি সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন উদ্ভিদ প্রজনন বিভাগের সিএসও এবং প্রধান ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা। ধন্যবাদ জানান পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান।

এ ছাড়া সভায় ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ, উচ্চ শিক্ষা ও গবেষণা সমন্বয়কারী ড. মুন্নুজান খানম, সফররত প্রতিনিধিদলের সদস্য কানাডা হাইকমিশনের ট্রেড কমিশনার কামালুদ্দিন আহমেদ, জিআইএফএসের বাংলাদেশ প্রতিনিধি ড. শ্রীকান্ত আত্তালুরি, সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার হাসান পারভেজ আহমেদ উপস্থিত ছিলেন। পরে প্রতিনিধিদলটি ব্রির কেন্দ্রীয় গবেষণাগার জিন ব্যাংক পরিদর্শন করে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ