হোম > সারা দেশ > রাজবাড়ী

গোয়ালন্দে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় দুই সাংবাদিকসহ বিএনপির কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। 

আহত দুই সাংবাদিক হলো মঈনুল হক মৃধা ও মোজাম্মেল হক লাল্টু। এদের মধ্যে একজন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপরজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন। 

সংবাদ সম্মেলনে মাহমুদ খৈয়ম বলেন, ‘শনিবার বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বর মাঠে বিএনপি অবস্থান কর্মসূচি গ্রহণ করে। একই স্থানে দুপুর আড়াইটার সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ শুরু করেন। ৩টার সময় বিএনপির নেতা-কর্মীদের সাদা রঙের একটি মাইক্রোবাস এলে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাঁদের থামিয়ে মারধর ও গাড়ি ভাঙচুর করেন। এ সময় বেশ কয়েজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ 

রাত ৮টা ৫৫ মিনিটে মোবাইল ফোনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখায়রুজ্জামান বলেন, ‘গোয়ালন্দে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারা এই হামলার সঙ্গে জড়িত, সেটা এখনো জানা যায়নি।’ 

মো. ইফতেখায়রুজ্জামান আরও বলেন, ‘শুনেছি স্থানীয় এক সাংবাদিক আহত হয়েছে। সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত অভিযোগ আসে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির