শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন আকারে দাখিল করতে বলা হয়েছে।
সিভিল এভিয়েশনের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে ওই প্রতিবেদন দিতে। এই সংক্রান্ত সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজিবের বেঞ্চ এই আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভির আহমেদ।
এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিধনে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশের জবাব না পেয়ে ২০১৯ সালের ৩ মার্চ হাইকোর্টে রিট দায়ের করেন তানভীর আহমেদ। ওই রিটের পরিপ্রেক্ষিতে শাহজালালে মশা নিধনে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবেনা, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। পাশাপাশি মশা নিধনে কেন জরুরি পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছিলেন আদালত।