হোম > সারা দেশ > ঢাকা

বাসাবাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেলে জরিমানা: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বাসাবাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ শনিবার (২২ মে) মিরপুরের পল্লবীতে এডিস মশা নিধন সংক্রান্ত জনসচেতনতামূলক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে বাসাবাড়ি পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতি তিন দিনে একদিন জমানো পানি ফেলে দিতে হবে।

মেয়র আতিকুল ইসলাম বলেন, 'যেসব বাসায় এডিসের লার্ভা পাওয়া গেছে , সাত দিন পর যদি পুনরায় একই বাসায় এডিসের লার্ভা পাওয়া যায় তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

মেয়র জানান, এডিস মশা নিধনে জনসচেতনতামূলক কার্যক্রম একযোগে শুরু হয়েছে। রোদের পর বৃষ্টি, বৃষ্টির পর রোদ এ রকম আবহাওয়া এডিস মশার বংশ বিস্তারে সহায়ক ভূমিকা পালন করে। তাই ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে। কারো একার পক্ষে এডিস মশা দূর করা সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিজের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তার রোধ করা সম্ভব।

অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, 'সিটি করপোরেশনের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে মশা নিধন করা সম্ভব না। এ জন্য জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হচ্ছে। কেউ বাসাবাড়িতে ময়লা আবর্জনা এবং এডিস মশা প্রজননে সাহায্য করলে তাঁর বিরুদ্ধে সিটি করপোরেশন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নিবে।'

সবাইকে জবাবদিহিতার আওতায় আনার জন্য এরইমধ্যে সিটি করপোরেশনে দশ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, বৃষ্টির পর যেসব জায়গায় পানি জমে তা ফেলে দিতে হবে। নইলে মশার প্রজনন বৃদ্ধি পাবে। এ জন্য সকলকে সচেতন হতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের সমন্বয়ে নগরবাসীকে সঙ্গে নিয়ে এডিস মশাসহ সব ধরনের মশা নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। এ জন্য এ বছর ডেঙ্গুর প্রকোপ কম।

পরে মেয়র ও স্থানীয় সরকার মন্ত্রী সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বেশ কয়েকটি বাসা বাড়ি পরিদর্শন করে এডিস মশার প্রজননস্থল থাকায় স্টিকার লাগিয়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং নাট্য অভিনেতা চঞ্চল চৌধুরী।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ