হোম > সারা দেশ > ঢাকা

তাবলিগের দুই পক্ষের সংঘর্ষের মামলায় সাদপন্থী ২৩ জনের আগাম জামিন

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদপন্থী নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার তাঁরা হাইকোর্টে হাজির হয়ে জামিন চাইলে শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ জামিন মঞ্জুর করেন।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন আদালত। ব্যারিস্টার মামুন বলেন, ‘আমি তাবলিগ জামায়াতের দুই পক্ষের কাছে একটি আবেদন রাখতে চাই যে আপনাদের বিভেদকে এক করে ফেলুন। সবাই এক হয়ে আপনারা কাজ করেন।’

এর আগে, ১৮ ডিসেম্বর রাতে টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ হয়। তাতে তিনজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনায় পরদিন মাওলানা জুবায়ের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গীর পশ্চিম থানায় মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট