হোম > সারা দেশ > ঢাকা

তাবলিগের দুই পক্ষের সংঘর্ষের মামলায় সাদপন্থী ২৩ জনের আগাম জামিন

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদপন্থী নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার তাঁরা হাইকোর্টে হাজির হয়ে জামিন চাইলে শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ জামিন মঞ্জুর করেন।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন আদালত। ব্যারিস্টার মামুন বলেন, ‘আমি তাবলিগ জামায়াতের দুই পক্ষের কাছে একটি আবেদন রাখতে চাই যে আপনাদের বিভেদকে এক করে ফেলুন। সবাই এক হয়ে আপনারা কাজ করেন।’

এর আগে, ১৮ ডিসেম্বর রাতে টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ হয়। তাতে তিনজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনায় পরদিন মাওলানা জুবায়ের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গীর পশ্চিম থানায় মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়।

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব