হোম > সারা দেশ > ঢাকা

তাবলিগের দুই পক্ষের সংঘর্ষের মামলায় সাদপন্থী ২৩ জনের আগাম জামিন

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদপন্থী নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার তাঁরা হাইকোর্টে হাজির হয়ে জামিন চাইলে শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ জামিন মঞ্জুর করেন।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন আদালত। ব্যারিস্টার মামুন বলেন, ‘আমি তাবলিগ জামায়াতের দুই পক্ষের কাছে একটি আবেদন রাখতে চাই যে আপনাদের বিভেদকে এক করে ফেলুন। সবাই এক হয়ে আপনারা কাজ করেন।’

এর আগে, ১৮ ডিসেম্বর রাতে টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ হয়। তাতে তিনজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনায় পরদিন মাওলানা জুবায়ের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গীর পশ্চিম থানায় মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়।

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ