হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁও উড়ালসড়কে লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর খিলগাঁও উড়ালসড়কে একটি তেলবাহী লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টায় তাঁদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন—এনতারুজ্জামান (৪৩) ও বিধান বিশ্বাস (৪২)। 

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোররাতে উড়ালসড়কের ওপরে একটি তেলের লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। ওসি জানান, ঘটনার পরপরই লরিটি জব্দ করা হয়েছে। মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে। 

নিহত এনতারুজ্জামানের বাবার নাম আব্দুস সালাম। তিনি রাজধানীর খিলবাড়ীরটেক এলাকায় থাকতেন। আর বিধানের বাবার নাম অশ্বীনী বিশ্বাস। তাঁদের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামে। 

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা