হোম > সারা দেশ > ঢাকা

বার্ন ইনস্টিটিউটে আয়মানের পর চলে গেল মাকিনও, নিহত বেড়ে ৩৩

ঢামেক প্রতিবেদক

তাসমিন আফরোজ আয়মান ও আব্দুল মুসাব্বির মাকিন (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল মুসাব্বির মাকিন (১৩)। স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত সে।

আজ শুক্রবার (২৫ জুলাই) বেলা ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

মাকিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি জানান, মাকিনের শ্বাসনালিসহ শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিক্যাল অবস্থায় ছিল সে। নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, এ দিন সকালে তাসমিন আফরোজ আয়মান (১০) নামে আরও এক শিক্ষার্থী মারা গেছে। এ নিয়ে ঘটনাটিতে ইনস্টিটিউটে ১৫ জনের মৃত্যু হলো।

মাকিনের বাবা মো. মহসিন বলেন, ‘আমার ছেলে মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত। আমাদের বাসা গাজীপুর সদরের বড়বাড়ি এলাকায়। সেখান থেকেই নিয়মিত দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে যাতায়াত করত। দুই সন্তানের মধ্যে ছোট সে।’

এর আগে আজ দুপুর ১২টা পর্যন্ত হালনাগাদ তথ্য দিয়েছিল প্রধান উপদেষ্টার কার্যালয়। সেই তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় মোট ৫১ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। ৩২ জনের মৃত্যু হয়েছে। আর মুসাব্বির মাকিনের মৃত্যু নিয়ে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩৩ জনে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য