হোম > সারা দেশ > রাজবাড়ী

গোয়ালন্দে লোকালয়ে চার মুখপোড়া হনুমান

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাসহ গোয়ালন্দ বাজার এলাকায় ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া চারটি হনুমান। সারা দিন এ-গাছ থেকে ও-গাছ, বাড়ির ছাদসহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তারা। এক নজর দেখার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমাচ্ছেন।

এরই মধ্যে এলাকার মানুষের সঙ্গে বেশ সখ্য গড়ে তুলেছে হনুমানগুলো। কেউ হনুমানের কাছে যাওয়ার জন‍্য কলাসহ বিভিন্ন খাবার দিচ্ছে। রাতে হনুমানগুলো অবস্থান করে গাছের উঁচু ডালে অথবা কোনো বাড়ির ছাদে।

স্থানীয় বাসিন্দা বাবুল হোসেন বলেন, কয়েক দিন ধরেই চারটি হনুমান বিভিন্ন গাছে ও বাড়ির ছাদে ঘুরে বেড়াচ্ছে। মানুষ দেখতে আসছে। তাদের খাবারও দিচ্ছে। এখন পর্যন্ত কারও ক্ষতি করেনি হনুমানগুলো। তবে যাদের বাড়ির ছাদে অবস্থান করে তারা কিছুটা আতঙ্কের মধ্যে আছে।

আরেক স্থানীয় বাসিন্দা শেখ আবু জাফর বলেন, হনুমানগুলোকে কেউ বিরক্ত না করলে তারা আক্রমণাত্মক আচরণ করে না। তবে আগে একাধিক হনুমান এ এলাকায় এসে কয়েক দিন পর বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। তাই এই হনুমানগুলো উদ্ধার করে তাদের প্রকৃত আবাসস্থলে ফিরিয়ে নেওয়া উচিত।

স্থানীয় বাসিন্দাদের ধারণা যশোরের কেশবপুর থেকে এসব হনুমান গোয়ালন্দে এসেছে। কেশবপুর থেকে ঢাকা যাওয়া পণ্যবাহী কোনো ট্রাকে হয়তো চেপে বসেছিল হনুমানগুলো। পথে গোয়ালন্দে নেমে পড়ে।

গোয়ালন্দের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, দলছুট হনুমানগুলো এ এলাকার মেহমানের মতো। এদের যাতে কেউ বিরক্ত না করে সে ব্যাপারে দৃষ্টি রাখা হয়েছে। তা ছাড়া হনুমানগুলো বেশির ভাগ সময় গোয়ালন্দ ঘাট থানায় নিরাপদে অবস্থান করে। স্থানীয় অনেকেই এদের খাবার দিচ্ছে। খাবার সংকট হলে প্রশাসনের পক্ষ থেকেও খাবারের ব্যবস্থা করা হবে।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা