মাত্র ৫ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা ভাতা করার সিদ্ধান্তে সন্তুষ্ট নন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ট্রেইনি চিকিৎসকেরা। গতকাল রোববার শাহবাগ-কাঁটাবন রোডে তাঁদের দীর্ঘ ৬ ঘণ্টা অবস্থান শেষে রাতে ভাতা বৃদ্ধির এ ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
তবে এ ঘোষণায় সন্তুষ্ট নন ট্রেইনি চিকিৎসকেরা। আগামী ২৩ জুলাই মহাসমাবেশ করবেন তাঁরা। ৫০ হাজার টাকা ভাতার দাবি আদায় না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিক আন্দোলনের ঘোষণাও দিয়েছেন তাঁরা।
আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন চিকিৎসকেরা। সেখান থেকেই নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তাঁরা।
আন্দোলনরত চিকিৎসকেরা বলেন, ৫ হাজার বাড়ানোর বিষয়টি খুবই হাস্যকর। আমাদের দাবি ৫০ হাজার টাকা ভাতা। এটা না করে চিকিৎসকের মতো গুরুত্বপূর্ণ পেশার প্রতি অবহেলা করা হচ্ছে। একই সঙ্গে গতকাল শাহবাগ মোড়ে পুলিশের লাঠিচার্জেরও নিন্দা জানান তাঁরা।
নিয়মতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে কর্মবিরতি চলমান থাকবে বলেও জানান জাবির হোসেন।
উল্লেখ্য, গত ৮ ও ৯ জুলাই রাজধানীর শহীদ মিনারে একই দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন ট্রেইনি চিকিৎসকেরা। এর আগেও বিভিন্ন সময় আন্দোলন করেছেন তাঁরা। গতকাল শাহবাগ মোড়ে অবস্থান নিলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। পরে শাহবাগ-কাঁটাবন রোডে অবস্থান নেন তাঁরা। দীর্ঘ ৬ ঘণ্টা অবস্থান শেষে বিএসএমএমইউ উপাচার্যের আশ্বাসে রাস্তা ছাড়েন ট্রেইনি চিকিৎসকেরা।