হোম > সারা দেশ > ঢাকা

২৩ জুলাই মহাসমাবেশ করবেন ট্রেইনি চিকিৎসকেরা, কর্মবিরতি চলবে

ঢাবি প্রতিনিধি

মাত্র ৫ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা ভাতা করার সিদ্ধান্তে সন্তুষ্ট নন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ট্রেইনি চিকিৎসকেরা। গতকাল রোববার শাহবাগ-কাঁটাবন রোডে তাঁদের দীর্ঘ ৬ ঘণ্টা অবস্থান শেষে রাতে ভাতা বৃদ্ধির এ ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। 

তবে এ ঘোষণায় সন্তুষ্ট নন ট্রেইনি চিকিৎসকেরা। আগামী ২৩ জুলাই মহাসমাবেশ করবেন তাঁরা। ৫০ হাজার টাকা ভাতার দাবি আদায় না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিক আন্দোলনের ঘোষণাও দিয়েছেন তাঁরা। 

আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন চিকিৎসকেরা। সেখান থেকেই নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তাঁরা। 

আন্দোলনরত চিকিৎসকেরা বলেন, ৫ হাজার বাড়ানোর বিষয়টি খুবই হাস্যকর। আমাদের দাবি ৫০ হাজার টাকা ভাতা। এটা না করে চিকিৎসকের মতো গুরুত্বপূর্ণ পেশার প্রতি অবহেলা করা হচ্ছে। একই সঙ্গে গতকাল শাহবাগ মোড়ে পুলিশের লাঠিচার্জেরও নিন্দা জানান তাঁরা। 

পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভাতা বৃদ্ধির যে ঘোষণা হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট না। আমরা ২৫ হাজার টাকা চেয়ে আন্দোলন করিনি, আমাদের দাবি ছিল ৫০ হাজার। আমাদের দাবি নিয়ে আগামী ২৩ জুলাই মহাসমাবেশ করব। কোথায় হবে সেটি আমরা নির্ধারণ করে জানিয়ে দেব। সারা দেশের ট্রেইনি চিকিৎসকের পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকরাও আমাদের দাবির সঙ্গে থাকবেন বলে আশা প্রকাশ করছি।’ 

নিয়মতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে কর্মবিরতি চলমান থাকবে বলেও জানান জাবির হোসেন। 

উল্লেখ্য, গত ৮ ও ৯ জুলাই রাজধানীর শহীদ মিনারে একই দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন ট্রেইনি চিকিৎসকেরা। এর আগেও বিভিন্ন সময় আন্দোলন করেছেন তাঁরা। গতকাল শাহবাগ মোড়ে অবস্থান নিলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। পরে শাহবাগ-কাঁটাবন রোডে অবস্থান নেন তাঁরা। দীর্ঘ ৬ ঘণ্টা অবস্থান শেষে বিএসএমএমইউ উপাচার্যের আশ্বাসে রাস্তা ছাড়েন ট্রেইনি চিকিৎসকেরা।

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন