মাদারীপুর রাজৈরে সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরের শানেরপাড়ে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হন।
নিহতেরা হলেন রাজৈর উপজেলার বাজিতপুর মুল্লাদী গ্রামের কালু মাতুব্বরের ছেলে মো. পলাশ মাতুব্বর (২৫) ও মাদারীপুর শহরের সিরাজুল খানের মেয়ে আফরোজা আক্তার নুপুর (১৮)।
জানা গেছে, মাদারীপুর সদর থেকে রাজৈর যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
মস্তফাপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ গোলাম রসুল জানান, মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন।