হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

উত্তরা (ঢাকা), প্রতিনিধি

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (১ ডিসেম্বর) রাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ২ নম্বর বাসার ষষ্ঠ তলা থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। আজ সোমবার (২ ডিসেম্বর) আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানা-পুলিশ জানিয়েছে, নিহতের নাম লিখন খান (২২)। তিনি শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র ছিলেন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার উত্তরা বানিয়াগাতী গ্রামের নুরুল ইসলামের ছেলে লিখন বর্তমানে উত্তরার ওই হোস্টেলে থাকতেন।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে জানালার পর্দা ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নেন ওই ছাত্র। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।’

এসআই আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লিখনের মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে এসআই ফজলুল করিম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেম-সংক্রান্ত বিষণ্নতার কারণে এ ঘটনা ঘটতে পারে। নিহতের সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সম্পর্ক ছিল। তবে ওই ছাত্রী দুই-আড়াই বছর আগে বিয়ে করেছেন। একতরফা প্রেমের কারণেই হয়তো লিখন মানসিক চাপে ছিলেন।’

লিখনের রুমে অন্য কেউ ছিল কি না— জানতে চাইলে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ছয় তলার প্রতিটি রুমে দুই জন করে থাকে। ঘটনার সময় লিখনের রুমমেট পড়াশোনায় ব্যস্ত ছিলেন। লিখন তাকে পাশের রুমে যেতে বলেন। পরে শব্দ পেয়ে রুমমেটসহ অন্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে লাশ ঝুলতে দেখেন।’

পুলিশের ঘটনাটি আরও তদন্ত করছে।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল