হোম > সারা দেশ > ঢাকা

চকবাজারে ঘরে ঢুকে নারীসহ দুজনকে ছুরিকাঘাত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর চকবাজার রহমতগঞ্জ এলাকায় বাসায় ঢুকে গৃহবধূসহ দুজনকে ছুরিকাঘাত করেছেন এক যুবক। পরে স্থানীয়রা তাঁকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে চকবাজার রহমতগঞ্জ বড় মাঠের পাশে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মৌসুমী খাতুন (৩৫) ও প্রতিবেশী সেন্টু মিয়া (২৬)।

আহত মৌসুমী খাতুন জানান, তাঁর স্বামী খোকন মিয়া রহমতগঞ্জ বাজারে মুরগির ব্যবসা করেন। ঘটনার সময় তাঁর চার সন্তান মাদ্রাসায় ছিল আর তিনি তাদের জন্য টিফিন প্রস্তুত করছিলেন। দরজা খোলা থাকায় মোক্তার হোসেন (২৬) নামের এক যুবক হঠাৎ তাঁর ঘরে ঢুকে যায় এবং তাঁকে ছুরি দিয়ে আঘাত করে।

মৌসুমী খাতুন আরও বলেন, ‘ওই যুবক বেডরুমে ঢুকে আমার গলায় ছুরি ধরতে চায়। তার হাতে দুটি ছুরি ছিল। পরে এক ছুরি দিয়ে আমার পেটে ও বাম পায়ে আঘাত করে। আমি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে এবং তাকে ধরে ফেলে। মোক্তার আমাদের পূর্ব পরিচিত এবং সম্ভবত চুরি করতেই এসেছিল। কিছু নিতে না পেরে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে।’

প্রতিবেশী সেন্টু মিয়া জানান, তিনি চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখেন, মোক্তার ছুরি হাতে দৌড়াচ্ছে। তখন তিনি তাঁকে ধরতে গেলে মোক্তার তাঁর হাতে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা মিলে তাঁকে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান বলেন, ‘রহমতগঞ্জ এলাকায় চুরি করতে গিয়ে এক গৃহবধূসহ দুজনকে ছুরিকাঘাত করার অভিযোগে মোক্তার নামের এক যুবককে স্থানীয়রা গণধোলাই দিয়ে আমাদের কাছে হস্তান্তর করেছে। গৃহবধূর পেটে ও পায়ে এবং সেন্টুর হাতে আঘাত রয়েছে। মৌসুমীর অবস্থা গুরুতর, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন। মোক্তারকে প্রাথমিক চিকিৎসার পর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে