হোম > সারা দেশ > ঢাকা

চকবাজারে ঘরে ঢুকে নারীসহ দুজনকে ছুরিকাঘাত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর চকবাজার রহমতগঞ্জ এলাকায় বাসায় ঢুকে গৃহবধূসহ দুজনকে ছুরিকাঘাত করেছেন এক যুবক। পরে স্থানীয়রা তাঁকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে চকবাজার রহমতগঞ্জ বড় মাঠের পাশে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মৌসুমী খাতুন (৩৫) ও প্রতিবেশী সেন্টু মিয়া (২৬)।

আহত মৌসুমী খাতুন জানান, তাঁর স্বামী খোকন মিয়া রহমতগঞ্জ বাজারে মুরগির ব্যবসা করেন। ঘটনার সময় তাঁর চার সন্তান মাদ্রাসায় ছিল আর তিনি তাদের জন্য টিফিন প্রস্তুত করছিলেন। দরজা খোলা থাকায় মোক্তার হোসেন (২৬) নামের এক যুবক হঠাৎ তাঁর ঘরে ঢুকে যায় এবং তাঁকে ছুরি দিয়ে আঘাত করে।

মৌসুমী খাতুন আরও বলেন, ‘ওই যুবক বেডরুমে ঢুকে আমার গলায় ছুরি ধরতে চায়। তার হাতে দুটি ছুরি ছিল। পরে এক ছুরি দিয়ে আমার পেটে ও বাম পায়ে আঘাত করে। আমি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে এবং তাকে ধরে ফেলে। মোক্তার আমাদের পূর্ব পরিচিত এবং সম্ভবত চুরি করতেই এসেছিল। কিছু নিতে না পেরে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে।’

প্রতিবেশী সেন্টু মিয়া জানান, তিনি চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখেন, মোক্তার ছুরি হাতে দৌড়াচ্ছে। তখন তিনি তাঁকে ধরতে গেলে মোক্তার তাঁর হাতে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা মিলে তাঁকে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান বলেন, ‘রহমতগঞ্জ এলাকায় চুরি করতে গিয়ে এক গৃহবধূসহ দুজনকে ছুরিকাঘাত করার অভিযোগে মোক্তার নামের এক যুবককে স্থানীয়রা গণধোলাই দিয়ে আমাদের কাছে হস্তান্তর করেছে। গৃহবধূর পেটে ও পায়ে এবং সেন্টুর হাতে আঘাত রয়েছে। মৌসুমীর অবস্থা গুরুতর, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন। মোক্তারকে প্রাথমিক চিকিৎসার পর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ