হোম > সারা দেশ > ঢাকা

সাভারে চেকপোস্ট বসিয়ে পরিবহনে তল্লাশি, পুলিশ বলছে অস্ত্র উদ্ধারের অভিযান

সাভার (ঢাকা) প্রতিনিধি 

সাভারে চেকপোস্ট বসিয়ে পরিবহনে তল্লাশি। ছবি: আজকের পত্রিকা

রাজধানীতে আওয়ামী লীগের ডাকা সমাবেশকে ঘিরে জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার প্রবেশমুখ সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। আজ রোববার দুপুরে বাইপাইল ত্রিমোড়ে দেখা যায়, দূরপাল্লার গণপরিবহন, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ সন্দেহজনক গাড়ি থামিয়ে তল্লাশি করছে পুলিশ।

এ বিষয়ে পুলিশ বলছে, থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে এ তল্লাশি চালানো হচ্ছে। এ সময় যাত্রীদের গন্তব্য ও পরিচয় জিজ্ঞাসা করা হচ্ছে। চেকপোস্ট এলাকায় রয়েছে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও।

গতকাল শনিবার মধ্যরাত থেকে রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিন বাজার, বিরুলিয়া, আশুলিয়ার বাইপাইল এলাকায় তল্লাশি কার্যক্রম চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চেকপোস্ট এলাকায় ঢাকাগামী লেনে ব্যারিকেড বসিয়ে জেলা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশসহ সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা যৌথভাবে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন।

সাভারে চেকপোস্ট বসিয়ে পরিবহনে তল্লাশি। ছবি: আজকের পত্রিকা

পুলিশ জানায়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এমন অভিযান চালানো হচ্ছে। দুষ্কৃতকারীরা যেন ঢাকায় ঢুকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকেও সজাগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো গ্রেপ্তার বা আটকের খবর পাওয়া যায়নি।

সাভারে চেকপোস্ট বসিয়ে পরিবহনে তল্লাশি। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, ‘৫ আগস্ট থানা থেকে অনেক অস্ত্র লুট হয়েছে। এখনো অনেক অস্ত্র পাওয়া যায়নি। এসব অস্ত্র দিয়ে কেউ যাতে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, মূলত সেসব অস্ত্র উদ্ধার করতেই নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে