হোম > সারা দেশ > ঢাকা

সাভারে চেকপোস্ট বসিয়ে পরিবহনে তল্লাশি, পুলিশ বলছে অস্ত্র উদ্ধারের অভিযান

সাভার (ঢাকা) প্রতিনিধি 

সাভারে চেকপোস্ট বসিয়ে পরিবহনে তল্লাশি। ছবি: আজকের পত্রিকা

রাজধানীতে আওয়ামী লীগের ডাকা সমাবেশকে ঘিরে জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার প্রবেশমুখ সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। আজ রোববার দুপুরে বাইপাইল ত্রিমোড়ে দেখা যায়, দূরপাল্লার গণপরিবহন, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ সন্দেহজনক গাড়ি থামিয়ে তল্লাশি করছে পুলিশ।

এ বিষয়ে পুলিশ বলছে, থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে এ তল্লাশি চালানো হচ্ছে। এ সময় যাত্রীদের গন্তব্য ও পরিচয় জিজ্ঞাসা করা হচ্ছে। চেকপোস্ট এলাকায় রয়েছে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও।

গতকাল শনিবার মধ্যরাত থেকে রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিন বাজার, বিরুলিয়া, আশুলিয়ার বাইপাইল এলাকায় তল্লাশি কার্যক্রম চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চেকপোস্ট এলাকায় ঢাকাগামী লেনে ব্যারিকেড বসিয়ে জেলা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশসহ সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা যৌথভাবে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন।

সাভারে চেকপোস্ট বসিয়ে পরিবহনে তল্লাশি। ছবি: আজকের পত্রিকা

পুলিশ জানায়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এমন অভিযান চালানো হচ্ছে। দুষ্কৃতকারীরা যেন ঢাকায় ঢুকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকেও সজাগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো গ্রেপ্তার বা আটকের খবর পাওয়া যায়নি।

সাভারে চেকপোস্ট বসিয়ে পরিবহনে তল্লাশি। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, ‘৫ আগস্ট থানা থেকে অনেক অস্ত্র লুট হয়েছে। এখনো অনেক অস্ত্র পাওয়া যায়নি। এসব অস্ত্র দিয়ে কেউ যাতে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, মূলত সেসব অস্ত্র উদ্ধার করতেই নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি।’

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা