হোম > সারা দেশ > ঢাকা

ফরেন সার্ভিস একাডেমিতে বেজে উঠল ফায়ার অ্যালার্ম, সংলাপ সাময়িক স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১২টা ১৫ মিনিটের দিকে বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। ছবি: ভিডিও থেকে নেওয়া।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মূল ভবনের শাপলা হলে চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২০তম দিনের সংলাপ। আজ সোমবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে সংলাপ চলাকালে হঠাৎ বেজে উঠে ফায়ার অ্যালার্ম।

সংলাপে অংশ নেওয়া সকলে উৎকণ্ঠিত হয়ে পড়েন। অ্যালার্ম বাজার কিছুক্ষণ পর সাময়িক সময়ের জন্য সংলাপ স্থগিত করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বেলা ১২টা ২০ মিনিটের দিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, এখানে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে। তাই আমাদের কিছু সময়ের জন্য বের হতে হবে। এরপর সবাই সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান।

ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের ঘটনার কারণ খুঁজতে দেখা গেছে। ফরেন সার্ভিস একাডেমির সংশ্লিষ্ট একজন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে মনে হচ্ছে মূল ভবনের তিনতলায় কেউ ধূমপান করেছেন। সেটার ধোঁয়ার কারণে ফায়ার এলাম বেজে উঠেছে।’

এ সময় নেতারা মূল ভবন ছেড়ে বের হয়ে যান। তবে ১২টা ২৫ মিনিটের দিকে ফায়ার অ্যালার্ম বন্ধ হয়ে যায়।

পরে ১২টা ৪৫ মিনিটের দিকে আবারও সংলাপ শুরু হয়।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ