হোম > সারা দেশ > ঢাকা

ফরেন সার্ভিস একাডেমিতে বেজে উঠল ফায়ার অ্যালার্ম, সংলাপ সাময়িক স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১২টা ১৫ মিনিটের দিকে বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। ছবি: ভিডিও থেকে নেওয়া।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মূল ভবনের শাপলা হলে চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২০তম দিনের সংলাপ। আজ সোমবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে সংলাপ চলাকালে হঠাৎ বেজে উঠে ফায়ার অ্যালার্ম।

সংলাপে অংশ নেওয়া সকলে উৎকণ্ঠিত হয়ে পড়েন। অ্যালার্ম বাজার কিছুক্ষণ পর সাময়িক সময়ের জন্য সংলাপ স্থগিত করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বেলা ১২টা ২০ মিনিটের দিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, এখানে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে। তাই আমাদের কিছু সময়ের জন্য বের হতে হবে। এরপর সবাই সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান।

ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের ঘটনার কারণ খুঁজতে দেখা গেছে। ফরেন সার্ভিস একাডেমির সংশ্লিষ্ট একজন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে মনে হচ্ছে মূল ভবনের তিনতলায় কেউ ধূমপান করেছেন। সেটার ধোঁয়ার কারণে ফায়ার এলাম বেজে উঠেছে।’

এ সময় নেতারা মূল ভবন ছেড়ে বের হয়ে যান। তবে ১২টা ২৫ মিনিটের দিকে ফায়ার অ্যালার্ম বন্ধ হয়ে যায়।

পরে ১২টা ৪৫ মিনিটের দিকে আবারও সংলাপ শুরু হয়।

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন