করোনা সংক্রমণের বিস্তার রোধে দেশজুড়ে টানা সাত দিনের কঠোর লকডাউন কর্মসূচির প্রথম দিন আজ। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান লক্ষ করা গেছে। সরকারি-বেসরকারি অফিস–আদালত বন্ধ থাকায় রাস্তায় মানুষ তেমন দেখা যায়নি। যেখানেই কাউকে দেখা যাচ্ছে, তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে তারা। পুলিশের পাশাপাশি কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। রাজধানীসহ সারা দেশে লকডাউন বাস্তবায়নে তারা টহল দিচ্ছে। সব যানবাহন ও দোকানপাট বন্ধ রয়েছে।