হোম > সারা দেশ > ঢাকা

প্রেমের সম্পর্ক না মানায় যুবকের আত্মহত্যার চেষ্টা

প্রতিনিধি, উত্তরা (ঢাকা) 

রাজধানীর দক্ষিণখানে বাড়ির ভাড়াটিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় পঞ্চম তালা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন হাবিবুর রহমান (২৬) নামের এক যুবক। জাতীয় জরুরি সেবা '৯৯৯' এর মাধ্যমে খবর পেয়ে ওই যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

দক্ষিণখানের গাওয়াইর কাজী বাড়ি রোডের হারুনুর রশিদের বাড়িতে শনিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টাকারী ওই যুবক বাড়ির মালিকের ছেলে।

এ বিষয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, জাতীয় জরুরি সেবার ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি দক্ষিণখানের একটি ভবনের কার্নিশ হতে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করছেন। পরে ইটি গাড়ী ও উদ্ধার কর্মীদের নিয়ে দ্রুত সেখানে গিয়ে দেখতে পাই, ষষ্ঠ তলা বাড়ির পঞ্চম তলার মাত্র দুই ইঞ্চি কার্নিশে একজন ব্যক্তি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছেন। সেই সঙ্গে তিনি আত্মহত্যার চেষ্টায় আছেন।

সৈয়দ মনিরুল ইসলাম বলেন, দীর্ঘ সময় তাঁকে আত্মহত্যার চেষ্টা হইতে নিরুৎসাহিত করার চেষ্টা করি। পরবর্তীতে তাঁর মা, প্রেমিকা এবং স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে দিয়ে বোঝানোর চেষ্টা করেও তাকে আত্মহত্যা হতে নিবৃত্ত করা যাচ্ছিল না।

পরবর্তীতে আমি অত্যন্ত সুকৌশলে আমার দক্ষ উদ্ধার কর্মীদের সহযোগীতায় ফায়ার সার্ভিসের অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম হাইড্রোলিক হার্টস কাটার, স্প্রেডারের সাহায্যে জানালার গ্রিল কেটে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও রেস্কিউ রশি ভিকটিমের শরীরে বেঁধে উদ্ধারকারীদের সহায়তায় টেনে তুলে ষষ্ঠ তলার ছাদে অক্ষত অবস্থায় উদ্ধার করি।

আত্মহত্যার কারণ প্রসঙ্গে জানতে চাইলে সিনিয়র স্টেশন অফিসার মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বাড়ির মালিকের ছেলে হাবিবুর রহমানের সঙ্গে দ্বিতীয় তলার ভাড়াটিয়া এক মেয়ের সঙ্গে প্রেমের প্রেমের সম্পর্ক। ওই মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন। কিন্তু হাবিবুরের মা ভাড়াটিয়ে মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কটি কোন ভাবেই মেনে নিতে পারছিলেন না। তাই তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।

দুই বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না—বাড়িওয়ালাদের ডিএনসিসির নির্দেশ

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের