হোম > সারা দেশ > ঢাকা

যক্ষ্মা রোগীর পরিবারেই ঘটছে সংক্রমণ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে প্রতিদিন হাজারের মতো মানুষ আক্রান্ত ও শতাধিক প্রাণহানি ঘটছে যক্ষ্মায়। এমনকি আক্রান্তদের মাধ্যমে পরিবারের সদস্যরাও সংক্রমিত হচ্ছে। যক্ষ্মার এই বিস্তার ঠেকাতে হলে দ্রুত শনাক্তকরণের হার বাড়াতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 

আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআর,বি) ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলেপমেন্ট অ্যালায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ (এসটিবি) কার্যক্রম আয়োজিত যক্ষ্মাবিষয়ক এক গবেষণা ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে। 

অনুষ্ঠানে জানানো হয়, যক্ষ্মা রোগীদের পরিবারেই প্রায় ১০ শতাংশ সদস্যদের যক্ষ্মার লক্ষণ থাকে। এর মধ্যে ৬ দশমিক ৭ শতাংশ আক্রান্ত হয়। ২০২০ সালের নভেম্বর থেকে গত বছরের অক্টোবর পর্যন্ত ঢাকার ৯৩ জন ওষুধ প্রতিরোধী যক্ষ্মা রোগীর মোট ৩৩৫ জন সদস্যের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য পাওয়া গেছে। 

অনুষ্ঠানে ইউএসএআইডির জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মিরান্ডা বেকমেন বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার অনেক উন্নতি ঘটেছে। যক্ষ্মায় আক্রান্ত ও মৃত্যু কমেছে। তবে এখনো প্রতিদিন ১২০ জনের মতো যক্ষ্মারোগী প্রাণ হারাচ্ছে। এর জন্য ডায়াগনোসিস ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করা গেলে এই পরিস্থিতির আরও উন্নতি ঘটবে। 

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার বলেন, মেডিকেল সায়েন্সের অগ্রগতির কারণে টিবি অনেকটা কমিয়ে এসেছে। কিন্তু যে হারে ছড়াচ্ছে, তা খুবই শঙ্কার বিষয়। বিশেষ আক্রান্ত ব্যক্তি যখন নিয়মিত ওষুধ না খেয়ে মাঝপথে ছেড়ে দেন, তখন আরও বেশি সমস্যা হয়ে দাঁড়ায়। এর বিস্তার রোধ করা না গেলে মুক্তি সম্ভব নয়। এতে করে ২০৩৫ সালে শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা পূরণ অনেকটা অসম্ভব হয়ে যাবে। কঠিন হয়ে যাবে এসডিজি অর্জন। 

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেন, একদিকে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে আসছে, অন্যদিকে মারাত্মক আকার ধারণ করছে অসংক্রামক রোগ। ফলে স্বাস্থ্যেব্যয় বাড়ছে। যাঁরা যক্ষ্মা নিয়ে গবেষণা করছেন, তাঁদের আরও গভীরে যেতে হবে, কী কারণে এর বিস্তার ঘটছে। 

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে