হোম > সারা দেশ > ঢাকা

সাইবার নিরাপত্তা আইনের মামলায় ২ পুলিশ সদস্য ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীকে রাজনৈতিক ব্যবহারমুক্ত ও সংস্কারে আন্দোলনের নেতৃত্ব দেওয়া পুলিশের নায়েক সজিব সরকার ও কনস্টেবল শোয়াইবুর রহমানকে তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব তাদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। 

দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ড শেষে বিকেলে দুজনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ফের ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। 

অন্যদিকে দুই পুলিশ সদস্যের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলমগীর বিষয়টি নিশ্চিত করেন। 

দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরির অভিযোগ এনে দায়ের করা সাইবার নিরাপত্তা আইনের মামলায় এই রিমান্ডে নেওয়া হয়। 

শাহজাহানপুর থানায় গত ১৫ সেপ্টেম্বর পুলিশের পক্ষ থেকে এই মামলাটি দায়ের করা হয়। ১৬ সেপ্টেম্বর দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তিনদিনের রিমান্ডে নেওয়া হয়। পরে ১৯ সেপ্টেম্বর আবার দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। 

রিমান্ড আবেদনে বলা হয়, আসামি শোয়াইবুর রহমান ও সজীব সরকার ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃণা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছেন। এ ছাড়া জনসাধারণের সেবা বাধাগ্রস্ত ও বিনষ্ট করার জন্য আসামিরা উসকানিমূলক বার্তা পোস্ট করছেন। তাদের তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরও পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার মাস্টারমাইন্ড কে তা খুঁজে বের করার জন্য আসামিদের পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা