হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে রি রোলিং মিলে বিস্ফোরণে ১ জন নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রি রোলিং মিলে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার আরআইসিএল স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্রমিকের নাম শংকর (৪০)। আহতরা হলেন–ইয়াসিন (৩৪), ইব্রাহিম, (৩৫), অয়ন (২০) জুয়েল (২৫), গোলাম রাব্বি (৩৫) আলমগীর (৩৩)। 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘রূপগঞ্জ থেকে আটজনকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে শংকর নামে একজন মারা গেছেন। বাকিদের অবস্থা গুরুতর। 

আহতদের সহকর্মী আশিক হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে রোলিং মিলের ভাট্টি বিস্ফোরণ হয়ে গরম গলিত লোহা সবার গায়ে ছিটকে পড়ে। নিহত ও আহত সবাই কারখানার শ্রমিক। ঘটনার পরপরেই গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়।’ 

আরআইসিএল স্টিল মিলের কর্মকর্তা হারুন উর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা কারখানার ভাট্টিতে লোহা গলানোর কাজ করার সময় এটি বিস্ফোরিত হয়। গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে।’ 

তিনি আরও বলেন, ‘এ সময় ভাট্টির আশপাশে ১৫ জন শ্রমিক কাজ করছিলেন। এদের মধ্যে সাতজন গুরুতর দগ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর শংকর মারা যান। এ ছাড়া আরও কয়েকজন সামান্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু