হোম > সারা দেশ > ঢাকা

সাভারে দিনদুপুরে চলন্ত বাসে ডাকাতি, টাকা স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। দিনদুপুরে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে এ ঘটনা ঘটে। এতে পরিবহনের যাত্রীসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রোববার (২ মার্চ) বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার পৌর এলাকার রেডিও কলোনির বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আশুলিয়ার নন্দন পার্ক এলাকা থেকে ছেড়ে আসা রাজধানী পরিবহনের একটি বাস ঢাকার মিরপুরে যাচ্ছিল। বাসটি আজ রোববার বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার পৌর এলাকার রেডিও কলোনির বাসস্ট্যান্ডে পৌঁছালে ৭-৮ জন লোক যাত্রীবেশে উঠে হঠাৎ ছুরি প্রদর্শন করে যাত্রীদের ভয় দেখাতে শুরু করে। এরপর তারা বেশ কয়েকজন যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নিয়ে সাভারের ব্যাংক টাউন এলাকায় নেমে যায়।

ডাকাতির শিকার বাসের যাত্রী মিঠুন শিকদার বলেন, ‘আমি গাজীপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পেশার কারণে আমাকে প্রতিদিনই সাভার আসতে হয়। আমি আজ দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি এলাকা থেকে ঢাকাগামী রাজধানী পরিবহনের বাসে উঠি। বাসটি রেডিও কলোনি পৌঁছানোর পরপরই সাত থেকে আটজন ছিনতাইকারী আমার কাছে থাকা ৭ হাজার টাকাসহ অন্তত ১৫ জন যাত্রীর কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুটে নেয়।’

মিঠুন শিকদার আরও বলেন, ‘ঘটনার পরপরই আমি বিষয়টি জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানাই। পরে সেখানকার পরামর্শে বিষয়টি সাভার হাইওয়ে থানাকে অবহিত করি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘মিঠুন শিকদারের কাছ থেকে আমরা চলন্ত বাসে ছিনতাই হওয়ার তথ্য পেয়েছি। এ ব্যাপারে আমরা কাজ করছি।’

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১