হোম > সারা দেশ > ঢাকা

সাভারে দিনদুপুরে চলন্ত বাসে ডাকাতি, টাকা স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। দিনদুপুরে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে এ ঘটনা ঘটে। এতে পরিবহনের যাত্রীসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রোববার (২ মার্চ) বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার পৌর এলাকার রেডিও কলোনির বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আশুলিয়ার নন্দন পার্ক এলাকা থেকে ছেড়ে আসা রাজধানী পরিবহনের একটি বাস ঢাকার মিরপুরে যাচ্ছিল। বাসটি আজ রোববার বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার পৌর এলাকার রেডিও কলোনির বাসস্ট্যান্ডে পৌঁছালে ৭-৮ জন লোক যাত্রীবেশে উঠে হঠাৎ ছুরি প্রদর্শন করে যাত্রীদের ভয় দেখাতে শুরু করে। এরপর তারা বেশ কয়েকজন যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নিয়ে সাভারের ব্যাংক টাউন এলাকায় নেমে যায়।

ডাকাতির শিকার বাসের যাত্রী মিঠুন শিকদার বলেন, ‘আমি গাজীপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পেশার কারণে আমাকে প্রতিদিনই সাভার আসতে হয়। আমি আজ দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি এলাকা থেকে ঢাকাগামী রাজধানী পরিবহনের বাসে উঠি। বাসটি রেডিও কলোনি পৌঁছানোর পরপরই সাত থেকে আটজন ছিনতাইকারী আমার কাছে থাকা ৭ হাজার টাকাসহ অন্তত ১৫ জন যাত্রীর কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুটে নেয়।’

মিঠুন শিকদার আরও বলেন, ‘ঘটনার পরপরই আমি বিষয়টি জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানাই। পরে সেখানকার পরামর্শে বিষয়টি সাভার হাইওয়ে থানাকে অবহিত করি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘মিঠুন শিকদারের কাছ থেকে আমরা চলন্ত বাসে ছিনতাই হওয়ার তথ্য পেয়েছি। এ ব্যাপারে আমরা কাজ করছি।’

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ