হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে দূষিত পানি পানে দুজনের মৃত্যু, অসুস্থ অর্ধ শতাধিক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে দূষিত পানি পান করে অর্ধশতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আজ শুক্রবার সকালে বেগম (৬০) ও বাবুল মিয়া (৪৫) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বড় দেওড়া হয়রত শাহজালাল রোডের গান্ধীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অসুস্থদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও মহাখালী কলেরা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অসুস্থ অনেক শিশু ও বৃদ্ধকে তাদের নিজ নিজ বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বড় দেওড়া এলাকায় হজরত শাহজালাল (র.) রোডের প্রকৌশলী মোসলেম উদ্দিনের গলিতে গতকাল দুপুরে ড্রেনের কাজ করার সময় কয়েকটি পানির পাইপ লাইন ফেটে যায়। এতে ফেটে যাওয়া পানির পাইপে ড্রেনের ময়লা প্রবেশ করে এবং পানি দূষিত হয়ে পড়ে। ওই পানি পান করায় গতকাল রাত ৮টা থেকে ওই এলাকার আশপাশের শতাধিক মানুষের পাতলা পায়খানা ও বমি শুরু হয়। এর মধ্যে আরিফ (২৫), শফিকুল (৩৫), রমজান (২০), জামাল উদ্দিন (৫০) ও শরিফুলসহ ৩৬ জনকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া গান্ধীবাড়ি এলাকার চার মাসের শিশু রুকাইয়া, আব্দুর রহিম (৫০), আয়েশা আক্তার (৪০), রুমী (১১), জিহাদ (৯), আলেছা বেগম (৬০), দেলোয়োর হোসেন (৩২), দুলালী (৩৫), শাহাবুল (২৮), সবুজ (২৩), জেসমিন (২২) অমিত হাসানসহ (১৮) অন্তত ২০ থেকে ২৫ জন বাসায় থেকে চিকিৎসা নেন। বাসায় চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গোপীনগর গ্রামের বেগম ও দেওড়া মাইনুদ্দীন মার্কেট এলাকার বাবুল মিয়া মারা যান। তাঁদের লাশ নিজ নিজ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।

এ নিয়ে জানতে চাইলে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদ রানা বলেন, ‘দূষিত পানি পানের কারণে তাঁদের ডায়রিয়া ও বমি হচ্ছে। হাসপাতালে ৩৬ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (টঙ্গী) কে এম জহিরুল ইসলাম বলেন, ‘ওই পানির লাইন সিটি করপোরেশনের কি না সেটি খোঁজ নিয়ে দেখা হবে।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ