হোম > সারা দেশ > ঢাকা

এডিসি হারুন এবার রংপুর রেঞ্জে সংযুক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে শাহবাগ থানায় ধরে নিয়ে বেধড়ক পিটুনির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশীদকে এবার পুলিশ সদর দপ্তর থেকে সরিয়ে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এর আগে তাকে দুই দফায় বদলি করা হয়। সর্বশেষ হারুনকে এপিবিএন এ থাকা অবস্থায় সাময়িকভাবে বরখাস্ত করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

প্রজ্ঞাপন বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশীদকে (কর্তমানে সাময়িকভাবে বরখাস্ত এবং পুলিশ অধিদপ্তরে সংযুক্ত) রেঞ্জ ডিআইজির কার্যালয় রংপুরে সংযুক্ত করা হলো।

এর আগে গত রোববার রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদকে প্রথমে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক আদেশে রমনা বিভাগ থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) উত্তর বিভাগে বদলি করা হয়। পরে পুলিশ সদর দপ্তর থেকে আরেক প্রজ্ঞাপনে হারুনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়। পরদিন সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারুনকে সাময়িকভাবে বরখাস্ত করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহম্মেদ মুনীমকে শাহবাগ থানার ভেতরে ঢুকিয়ে মারধরের অভিযোগ ওঠে এডিসি হারুন অর রশীদের বিরুদ্ধে।

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ