রাজধানীর রামপুরায় একটি বাসের সঙ্গে অটোরিকশা ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন এক রিকশাচালক। আজ শুক্রবার সন্ধ্যায় রামপুরা টিভি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত রিকশাচালকের নাম শহীদ।
ঘটনার পর আশপাশে থাকা আরও কয়েকজন সামান্য আঘাত পেলেও শহীদ গুরুতর আহত হন। প্রথমে তাঁকে বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, আবুল হোটেলগামী একটি বাস সোনালী ব্যাংক মোড়ে পৌঁছালে ব্রেক ফেল করে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় এবং পরে পাশের একটি প্রাইভেট কারে ধাক্কা লাগে। এ সময় রিকশাচালক শহীদ বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, বাসটির ব্রেক ফেল করেছিল। আহত রিকশাচালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বাসের চালক ও তাঁর সহকারীকে হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।