টাঙ্গাইলে ২০২২-২৩ করবর্ষে জেলা পর্যায়ে টাঙ্গাইলের সেরা করদাতার সম্মাননা পেলেন ব্যবসায়ী পাপন কুমার ভানু। এ নিয়ে তিনি পঞ্চমবারের মতো এই সম্মাননা অর্জন করলেন। গত রোববার গাজীপুরের বঙ্গতাজ মিলনায়তনে গাজীপুর কর অঞ্চল আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর কর অঞ্চলের কর কমিশনার তৌহিদুল মুনির। প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ মাসুদা শিকদার, ট্যাক্সেস বারের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান আবুল কাশেম, টাঙ্গাইল জেলার সেরা করদাতা পাপন কুমার ভানুসহ অনেকেই বক্তব্য দেন।
পাপন কুমার ভানু দাস ট্রেডার্স নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি ১৯৯৮ সাল থেকে এই ব্যবসায় যুক্ত রয়েছেন।
পাপন কুমার ভানু বলেন, ‘কর ফাঁকি নয়, ব্যবসার আয় থেকে নিয়মিত কর দিয়ে দেশের কল্যাণে অবদান রাখার মাধ্যমে আমি আনন্দ উপভোগ করি।’