হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ইলিশ রক্ষায় অভিযান, ৬ দিনে ২৬ জনের জেল-জরিমানা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুর ও শিবালয় উপজেলার পদ্মা ও যমুনা নদীতে মা ইলিশ শিকার করায় ২১ জনকে কারাদণ্ড ও ৫ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুই উপজেলায় ছয় দিনের অভিযানে এ দণ্ড দেওয়া হয়। 

এ সময়ে জব্দ করা ৪ মণ ইলিশ বিতরণ করা হয়েছে স্থানীয় ৬টি এতিমখানা ও ৫টি মাদ্রাসায়। আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ২ লাখ ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল। মৎস্য অফিস, আনসার বাহিনী ও কোস্ট গার্ড সদস্যরা এতে সহায়তা করছেন। 

শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন ১৩ অক্টোবর থেকে আজ শুক্রবার পর্যন্ত পদ্মা-যমুনার শিবালয় অংশে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই ৬ দিনের কয়েক দফা অভিযানে আটক হয়েছে বিভিন্ন বয়সী ২১ জন শিকারি। তাদের মধ্যে ৩ জনকে ১৫ দিনের ও বাকি ১৮ জনের প্রত্যেককে ১৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত চোরা শিকারিরা যমুনার চরাঞ্চলসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

তিনি আরও জানান, জব্দকৃত সব ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণসহ অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় অভিযান চলমান থাকবে। 

দৌলতপুর উপজেলায় আজকের অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ শিকার করায় ৫ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রজত বিশ্বাস এই কারাদণ্ড দেন। 

এ সময় উপস্থিত ছিলেন ইলিশ প্রকল্পের ডিপিডি মো. ফরিদ হোসেন, দৌলতপুর উপজেলা মৎস্য অফিসার মো. মিজানুর রহমানসহ পুলিশ সদস্য। 

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন ইয়াকুব কাজী (৬৫), জুয়েল হোসেন (১৯), ইলিয়াস মিয়া (২২), আ. ছাত্তার (২৫) ও চাঁন মিয়া (৬৫)। তাঁদের বাড়ি দৌলতপুর উপজেলার চরাঞ্চলে বাচামারা-চরকাটারি গ্রামে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট