হোম > সারা দেশ > ঢাকা

রায়ের ৩ দিনের মাথায় মৃত্যুদণ্ডের আসামি নজরুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৩১ মে নওগাঁর তিনজনকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. রেজাউল করিম মন্টু, নজরুল ইসলাম ও মো. শহিদ মণ্ডল। আসামিদের মধ্যে পলাতক নজরুল ইসলামকে আজ শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গণমাধ্যমে পাঠানো বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের সহকারী পরিচালক আ ন ম ইমরান। 

গত মঙ্গলবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ছিলেন হায়দার আলী ও সুলতান মাহমুদ সীমন। 

যেসব অভিযোগে আদালতের এই রায়:

অভিযোগ-১: ১৯৭১ সালের ৭ অক্টোবর বিকেল আনুমানিক ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত আসামিরা নওগাঁর বদলগাছী থানার পাহাড়পুর ইউনিয়নের রানাহার গ্রামে হামলা চালিয়ে স্বাধীনতার পক্ষের নিরীহ-নিরস্ত্র সাহেব আলী, আকাম উদ্দিন, আজিম উদ্দিন মণ্ডল ও মোজাফফর হোসেনকে হত্যাসহ ১০-১২টি বাড়িতে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ। 

অভিযোগ-২: ১৯৭১ সালের ৮ অক্টোবর দুপুরে আনুমানিক দেড়টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত আসামিরা নওগাঁর বদলগাছী থানার পাহাড়পুর ইউনিয়নের খোঁজাগাড়ী গ্রামে হামলা চালিয়ে নিরীহ-নিরস্ত্র নুরুল ইসলামকে হত্যা এবং ১৫-২০টি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ। 

অভিযোগ-৩: ১৯৭১ সালের ৮ অক্টোবর বিকেল আনুমানিক ৫টা থেকে পরদিন বিকেল ৫টা পর্যন্ত নওগাঁর মালঞ্চা গ্রামে হামলা চালিয়ে স্বাধীনতার পক্ষের কেনার উদ্দিন ও আক্কাস আলীকে নির্যাতন শেষে জয়পুরহাটের কুঠিবাড়ী ব্রিজে নিয়ে গিয়ে হত্যা এবং ৪০-৫০টি বাড়িতে লুণ্ঠনের পর অগ্নিসংযোগ। 

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার