হোম > সারা দেশ > গাজীপুর

এক ঘণ্টা পর ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি

এক ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরীর ছোট দেওড়া এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

জয়দেবপুর রেল স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, যমুনা ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পর ৮টার দিকে ছোট দেওড়া এলাকায় ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। এ সময় জয়দেবপুর স্টেশনে একতা ট্রেন, রাজশাহী অভিমুখী ধূমকেতু ধীরাশ্রমে, দেওয়ানগঞ্জ অভিমুখী তিস্তা টঙ্গীতে এবং আশপাশের স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে।

রেজাউল করিম আরও বলেন, পরে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকাগামী তুরাগ ট্রেনের ইঞ্জিন দিয়ে যমুনা এক্সপ্রেস ট্রেনটি পুনরায় জয়দেবপুর স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর সকাল সোয়া ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর রেল স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর আউটার সিগন্যালে ইঞ্জিন বিকল হয়ে জয়দেবপুর ও ধীরাশ্রম স্টেশনের মাঝামাঝি ছোট দেওড়া এলাকায় থেমে যায়। এতে উভয় দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার