হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে বাসচাপায় নারী নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসের চালকের সহকারী লোকমানকে (৪৫) আটক করেছে পুলিশ। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মৃত ওই নারীর নাম ফরিদা ইয়াসমিন (৬৫)। তিনি টঙ্গীর ভরান এলাকার আবদুল ওহাব মোল্লার স্ত্রী। 

পুলিশ জানায়, আজ দুপুরে গাজীপুরা তামীরুল মিল্লাত মাদ্রাসা ছুটি শেষে নাতনি আশরাকে নিয়ে টঙ্গীর ভরান এলাকার বাসায় ফিরতে গাজীপুরা বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় করছিলেন ফরিদা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি লেনে (পূর্ব পাশে) শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা পরিবহন নামক একটি বাস তাঁকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে শিশু আশরার কোনো ক্ষতি হয়নি দুর্ঘটনায়। 

পুলিশ আরও জানায়, স্থানীয়রা পুলিশে খবর পাঠালে থানার উপপরিদর্শক আরফান আলী নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে টঙ্গীর চোরাগ আলী এলাকা থেকে সোনার বাংলা পরিবহনের ওই বাসটি জব্দ করে পুলিশ। তখন চালকের সহকারীকে আটক করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে পরিবারের স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি হস্তান্তর করা হতে পারে।

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী