হোম > সারা দেশ > ঢাকা

দুর্নীতিবাজ-কালোবাজারিদের প্রতিহত করতে প্রধান বিচারপতির আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দুর্নীতিবাজ ও কালোবাজারিদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সেই সঙ্গে তাদের সামাজিকভাবে প্রত্যাখ্যান করার কথাও বলেন তিনি। 

আজ সোমবার জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান বিচারপতি এই আহ্বান জানান। সুপ্রিম কোর্ট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সুপ্রিম কোর্ট প্রশাসন। 

প্রধান বিচারপতি বলেন, ‘এই শোকের দিনে মনে পড়ে যায়-বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ে দেওয়া ভাষণে তিনি দুর্নীতিবাজ, চোরাকারবারি ও কালোবাজারিদের দেশ ও জাতির শক্র হিসেবে উল্লেখ করেছেন। আসুন আমরা এই মহান নেতার আদর্শে দীক্ষিত হয়ে দুর্নীতিবাজ ও কালোবাজারিদের প্রতিহত করি। ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করি। যাতে দেশের মানুষ স্বল্প সময়ে, স্বল্প খরচে ন্যায় বিচার পায়।’ এ সময় তিনি আফসোস করে বলেন, ‘জাতি, রাষ্ট্র যিনি করলেন আমরা কেমন করে তাঁর বুকে গুলি করলাম, আজও বুঝতে পারলাম না।’ 

অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি শেখ হাসান আরিফ এবং অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী ও সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন প্রধান বিচারপতি। 

এর আগে সকাল পৌনে ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। 

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার