হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার ফতুল্লার লাকী বাজার এলাকায় পিটিয়ে জখম করা হয় ভুক্তভোগীকে।

নিহত গৃহবধূর নাম জেসমিন বেগম। তিনি চাঁদপুর জেলার উত্তর মতলব থানার দশআনি গ্রামের মৃত গোলাম মোস্তফার মেয়ে। তার স্বামী আলী হোসেনের সঙ্গে লাকী বাজার এলাকায় থাকতেন। তাঁর দুটি সন্তান রয়েছে।

নিহতের বড় বোন বলেন, ‘জেসমিনের স্বামী আলী হোসেন প্রায়ই টাকা চাইতো আমাদের কাছে। এ জন্য জেসমিনকে মারধর করত। গত রোববার রাতে এই টাকা নিয়ে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। মধ্যরাতে আলী আমাদের ফোন করে জানায় জেসমিন মারা গেছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সে নাকি স্ট্রোক করছে। কিন্তু এসে দেখি আমার বোনের শরীরে অনেক আঘাতের দাগ। পরে আমরা পুলিশকে খবর দেই।’

পুলিশ জানায়, নিহত গৃহবধূর স্বামীর পরিবারের দাবি রাতে সিলিং ফ্যান মুছতে গিয়ে ওপর থেকে পরে যান। এরপর অজ্ঞান হয়ে পরেন তিনি। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, ‘নিহতের পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ বেরিয়ে আসবে। নিহতের স্বজনেরা অভিযোগ করলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির