করোনা মহামারির কারণে চাকরির প্রত্যাশীদের বয়স প্রায় দুই বছর নষ্ট হওয়ায় সরকারি চাকরিতে বয়সসীমা স্থায়ীভাবে ৩২ করার দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম নামের একটি সংগঠন।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তানভির হোসেন বলেন, করোনার মধ্যে চাকরিতে যোগদানের জন্য অস্থায়ীভাবে ২১ মাস সময় বাড়ানো হয়েছে। কিন্তু এই সুবিধা সবাই পাবেন না। যাদের বয়স এখন ৩০ এর নিচে তাঁরা পরবর্তীতে এই সুবিধা থেকে বঞ্চিত হবে। কেননা পরবর্তীতে এই ছাড় আর থাকবে না।
চাকরিপ্রত্যাশীরা অনতিবিলম্বে চাকরিতে যোগদানের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ করার দাবি জানান। অন্যথায় তাঁরা কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।