হোম > সারা দেশ > ঢাকা

দুই সিটির ব্যর্থতায় ডেঙ্গু সারা দেশে ছড়িয়ে পড়েছে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, ‘সরকার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকার এড়াতে পারে না।’ 

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জিএম কাদের এ কথা বলেন। বিবৃতিতে ঢাকার দুই সিটি (উত্তর ও দক্ষিণ) করপোরেশনের ব্যর্থতায় সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি। 

জিএম কাদের বলেন, ‘দুই সিটি করপোরেশনের (ঢাকা) ব্যর্থতায় ডেঙ্গু সারা দেশে ছড়িয়ে পড়েছে। যাদের ব্যর্থতায় সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ 

জিএম কাদের বলেন, ‘ভয়াবহ রূপ নিয়েছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। রাজধানীতেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৫২৩ জন। আর রাজধানীর বাইরে ২৯ হাজার ৪৪৫ জন। হাসপাতালে বেড খালি নেই, বারান্দা, করিডর এবং সিঁড়ির নিচেও ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে। হাসপাতালে পা ফেলার জায়গা নেই। পর্যাপ্ত জনবল ও সরকারি সহায়তার অভাবে চিকিৎসকেরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে।’ 

সারা দেশের সব হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে সরকারি ব্যবস্থাপনায় ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান জাপা চেয়ারম্যান।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু