হোম > সারা দেশ > ঢাকা

হাওরে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে ছাত্রলীগের নেতা নিখোঁজ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন হাওরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সদর উপজেলার মারিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিব (২৮) ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয়েছেন।

কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ জানান, নিখোঁজ হাবিবুল্লাহ হাবিব সাত বন্ধুসহ গত মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলার করিমগঞ্জ উপজেলার বালিখলা ট্রলারঘাট থেকে একটি রিজার্ভ ট্রলারে মিঠামইন হাওরে ঘুরতে যান। বিকেলে মিঠামইন থেকে বালিখলায় আসার সময় ট্রলার থেকে পড়ে হাবিবুল্লা হাবিব নিখোঁজ হন। এ সময় ঝোড়ো বাতাসে হাওরে উত্তাল ঢেউ ছিল।

জানা গেছে, নিখোঁজ হাবিবুল্লাহ হাবিব কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া বিসিক এলাকার হাজি ইদ্রিস আলীর ছেলে এবং কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খান মহাবিদ্যালয়ের স্নাতকের ছাত্র।

হাবিবুল্লাহ হাবিবকে উদ্ধারে গতকাল মঙ্গলবার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কিন্তু প্রবল ঢেউয়ের কারণে উদ্ধার অভিযান ব্যর্থ হয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, ‘রাতে হাওরের ভয়ংকর রূপ ছিল। তাই আজ বুধবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করেছি। হাবিব হাওরের কোন অংশে পড়ে নিখোঁজ হয়েছেন তা জানা যায়নি। আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।’

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব