হোম > সারা দেশ > ঢাকা

নিজস্ব ক্লাউডে ডেটা রাখা সময়ের দাবি: বিডিইউ উপাচার্য

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) উপাচার্য মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেছেন, ‘আমাদের নিজস্ব ক্লাউডে নিজেদের ডেটাগুলো রাখা এখন সময়ের দাবি। আমরা যদি স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে চাই তাহলে এখন আমাদের মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি কিছু ইনফ্রাস্ট্রাকচারেরও প্রয়োজন আছে। এরমধ্যে যদি প্রথমেই আসতে হয় সেটা হচ্ছে আমাদের নিজস্ব ক্লাউড তৈরি।’ 
 
আজ শনিবার সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘ফাইবার অ্যাট হোম এবং ফেলিসিটি আইডিসি’-এর আয়োজনে একটি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য মুহাম্মদ মাহফুজুল। 
 
উপাচার্য বলেন, ‘আমাদের বেশির ভাগ বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিদেশি কোম্পানির ক্লাউডে নিজেদের ডেটা রাখছে। হতে পারে বিদেশি কোম্পানির ক্লাউড তুলনামূলক কমদামে পাওয়া যায়। কিন্তু আমাদের ওই ধরনের একটি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে যেখানে আমরা নিজেদের ক্লাউড ব্যবহার করে নিজেদের ডেটা রাখতে পারব।’ 

বিদেশি কোম্পানির ক্লাউডে তথ্য রাখার সমস্যার বিষয়ে বলে গিয়ে উপাচার্য বলেন, ‘বিদেশি কোম্পানি আমাদের ডেটার অপব্যবহার হয়তো করবে না। কিন্তু আমাদের ডেটা অ্যানালাইসিস করে দেশের বিভিন্ন তথ্য সংগ্রহ করবে না, কিংবা বিভিন্ন পলিসি অ্যানালাইসিস করে তাদের ব্যক্তিগত কাজে লাগাবে না, সে বিষয়ে কেউ কি নিশ্চয়তা দিতে পারবে?’ 

মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, ‘গুগল, ইউটিউব থেকে শুরু করে সবক্ষেত্রে আমাদের ডেটাকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছি। খেয়াল রাখতে হবে বর্তমান বিশ্বে সবচেয়ে মূল্যবান সম্পদ ডেটা। আজকে একটি দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো আছে তাই আমরা সেই দেশে আমাদের ডেটা রেখে দিচ্ছি, কালকে যখন সম্পর্ক খারাপ হবে তখন আমাদের এই ডেটাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাঁরা আমাদের দেশকে ধ্বংস করার চেষ্টা করবে না, সেই নিশ্চয়তা কে দেবে?’ 

অনুষ্ঠানে ফাইবার অ্যাট হোমের চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটি ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরুল্লাহ।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা