রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত একজন বৃদ্ধা মারা গেছেন। তার বয়স আনুমানিক ৬৫ বছর। আজ মঙ্গলবার দুপুরে উত্তরা ৮ নম্বর সেক্টরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্য চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সর্বশেষ সন্ধ্যা ৬টা পর্যন্ত তার মরদেহ শহীদ আহসান উল্লাহ্ মাস্টার হাসপাতালে থাকতে দেখা যায়।
এলাকাবাসী আজকের পত্রিকাকে বলেন, পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধা গুরুতর আহত হন। পরে হাসপাতালে পাঠানো হলে তিনি মারা যান। নিহত ওই বৃদ্ধা ভিক্ষা করতেন বলেও জানায় এলাকার বাসিন্দারা।
এ বিষয়ে রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শানু মং আজকের পত্রিকাকে বলেন, উত্তরা ৮ নম্বর সেক্টর রেলগেটে অজ্ঞাত এক ট্রেনের ধাক্কায় অজ্ঞাত একজন বৃদ্ধা (৬৫) নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।