হোম > সারা দেশ > গাজীপুর

‘ঋণের চাপে হতাশাগ্রস্ত’ ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে ইসনুস আলী (৪৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে শ্রীপুর থানা-পুলিশ।

ইসনুস আলী ঋণের টাকা পরিশোধ করতে না পেরে হতাশাগ্রস্ত ছিলেন বলে পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ। তা ছাড়া ঋণ পরিশোধ না করায় তিনি একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

ইউনুস আলী বরিশালের কাজিরহাট উপজেলার আজিমপুর গ্রামের মো. শুক্কুর আলীর ছেলে। তিনি শ্রীপুরে নিজমাওনা গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ইউনুস আলী অনেকের কাছ থেকে সুদে টাকা নিয়ে বড় অঙ্কের ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণ পরিশোধ করতে না পারায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তিনি একটি মামলায় সাজাপ্রাপ্ত। ঋণ পরিশোধ করতে না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন।

মিন্টু মোল্লাহ আরও বলেন, গতকাল রোববার রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ